পার্টিতে মা, খাবার না পেয়ে মারা গেল সন্তান

২০ মাসের শিশুকে একা ঘরে রেখে জন্মদিন পালন করতে গিয়েছিলেন তরুণী মা।
৬ দিনের পার্টি শেষে বাড়ি ফিরে দেখেন মেয়ে মারা গেছে।
খাবার না পেয়ে, পানির অভাবে, ডিহাইড্রেশন আর জ্বরে মৃত্যু হয় শিশুটির। ময়নাতদন্তে জানানো হয়, ‘অবহেলা’ই শিশুটির মৃত্যুর কারণ।

২০১৯ সালের ডিসেম্বরে ব্রাইটনের এই ঘটনায় মৃত শিশুকন্যার মা ভার্পি কুডিকে ইতোমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ।
তার বিরুদ্ধে হত্যার মামলাও চলছে আদালতে।

বৃহস্পতিবার সেই মামলার শুনানিতে জানা গেছে, ডিসেম্বরের ঘটনাটি প্রথমবার ঘটেছে এমন নয়।
ওই বছরেরই অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত ৩ মাসে মোট ১১ বার মেয়েকে একা ফেলে নিজের কাজে চলে গিয়েছিলেন মা ভার্পি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.