আফ্রিকার দেশ নাইজেরিয়ার আততায়ীদের হামলায় সেনাবাহিনীর এক অফিসার সহ ১০ সৈনিক নিহত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার দেশটির বেনু রাজ্যে এই ঘটনা ঘটে।
ঘটনার পর হামলাকারীদের বিরুদ্ধে সুস্পষ্ট ব্যবস্থা গ্রহণ করা হবে হলে জানিয়েছে নাইজেরিয়ার সেনাবাহিনী।
এক বিবৃতিতে এ কথা জানানো হয়।
নাইজেরিয়া সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ এরিমা বলেন, রুটিন অভিযান পরিচালনার সময় প্রাথমিকভাবে সেনারা নিখোঁজ হয়।
এরপর অনুসন্ধান এবং উদ্ধারকারী দল তাদের মৃতদেহ খুঁজে পায়।
ঘটনার হোতাদের খুঁজে বের করতে কাজ চলেছে জানিয়ে তিনি বলেন, এই ধরনের ঘৃণ্য অপরাধীদের বিচারের আওতায় আনা হবে।
এই ঘটনাকে ‘বিনা উসকানিতে’ আক্রমণ বলে মন্তব্য করেছেন সেনাবাহিনীর একজন মুখপাত্র ।