‘আমাদের সামনে নির্ঘাত অশনি সংকেত’

‘করোনাভাইরাসের থাবায় বদলে গেছে সব। শুধু বদলায়নি অনিয়মের যাত্রা, শৃঙ্খলা ভঙ্গের অপরাধ। তবে এ কারণে দিতে হবে চরম মাশুল। অপেক্ষা করছে নির্ঘাত অশনি সংকেত।’
করোনা মহামারির চরম সংকটে এমন আবেগঘন কথা বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার তার ভেরিফাইড ফেসবুকে পেজে দেয়া এক স্ট্যাটাসে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের লিখেছেন, ‘ভাইরাস আবারো হিংস্র ছোবল মারছে আমাদের উদাসীন শহরে, চরম উপেক্ষার গ্রামীণ জীবনে। চারদিকে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। হাসপাতালের বেডের জন্য সংক্রমিত মানুষের স্বজনদের হাহাকার। খেটে খাওয়া মানুষের জীবিকার চাকা থেমে যাচ্ছে। থেমে যাচ্ছে জীবনের চির চেনা সুর।
থেমে গেছে সেই পাখির কলরব। থেমে গেছে নদীর কলতান। থমকে গেছে চন্দ্র-তারকাখচিত রাতগুলো।
বদলে গেছে প্রকৃতির রঙ, বদলে গেছে জীবনের রঙ, বদলে গেছে রাজনীতির রঙ, বদলে গেছে আমাদের আচার-আচরণের রঙ।
শুধু বদলায়নি অনিয়মের নিরন্তর যাত্রা। বদলায়নি শৃঙ্খলা ভঙ্গের অপরাধ।’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.