কক্সবাজার সমুদ্র সৈকতে ভেসে এলো ১০ টন ওজনের আরেকটি তিমি

আজ শনিবার সকালে কক্সবাজার সমুদ্র সৈকতের হিমছড়ির দরিয়ানগর পয়েন্টে ভেসে এসেছে আরেকটি বিশালাকৃতির তিমি। আনুমানিক ১০ টন ওজনের তিমি মাছটি লম্বায় ৪৩ ফুট ও প্রস্থে ১৪ ফুট।

এর আগে গতকাল শুক্রবার একই সৈকতে ভেসে আসে ৪৪ ফুট লম্বা ও ১৬ ফুট প্রস্থের একটি তিমি। সেটির ওজন ছিল ১০ টনের মতোই। এর ২৪ ঘণ্টার মধ্যেই সৈকতে আরেকটি তিমি ভেসে এসেছে।

শুক্রবার ভেসে আসে তিমিটি রাতেই সৈকতের বালুচরে পুঁতে ফেলা হয়েছে। আজ শনিবার ভেসে আসা তিমিটি সন্ধ্যা নাগাদ বালুচরে পুঁতে ফেলা হতে পারে বলে জানিয়েছেন জেলা প্রশাসনের কর্মকর্তারা।

স্থানীয়রা জানিয়েছেন, শনিবার সকালে তিমিটি সৈকতে পড়ে থাকতে দেখা যায়। এর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। পঁচে দুর্গন্ধ ছড়িয়েছে। তিমিটি দেখতে ভিড় জমান উৎসুক লোকজন। এ সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে খবর দেওয়া হয়।

মেরিন লাইফ বিশেষজ্ঞ জহিরুল ইসলাম জানান, শনিবার পাওয়া তিমিটি ব্রাইটওয়েল প্রজাতির পুরুষ। ৪৩ ফুট দৈঘ্যের তিমিটির ব্যাস ১৪ ফুট।

কক্সবাজারের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ বলেন, ‘কক্সবাজার সৈকতে ২৪ ঘণ্টার ব্যবধানে দুইটি তিমি ভেসে আসার ঘটনাকে আমরা গুরুত্বসহকারে দেখছি। এগুলো নিয়ে কাজ করে এমন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের নিয়ে কমিটি গঠন করা হবে।’

এর আগে কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত সৈকতে ১৯৯১, ১৯৯৬, ২০০৩ ও ২০২০ সালে মৃত তিমি এসেছিল বলে জানা যায়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.