ভারতে টিকা নেয়ার পর ১৮০ জনের মৃত্যু!

মহামারি করোনার সংক্রমণ ঠেকাতে অনেক দেশেই টিকা দেয়া শুরু হয়েছে।
এর মধ্যে টিকা নেয়ার পরও গত ৩১ মার্চ পর্যন্ত ভারতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১৮০ জন মারা গেছে।

শুক্রবার দেশটির ন্যাশনাল অ্যাডভার্স ইভেন্ট ফলোয়িং ইমিউনাইজেশন বা এনইএফআই এ তথ্য জানিয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়ার একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

করোনার দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণে দেশটি যখন তাদের টিকাদান কর্মসূচি জোরদারের করতে যাচ্ছে ঠিক তখন টিকা নিয়েও এত মানুষের মৃত্যুতে উদ্বেগ আরও বাড়িয়ে তুলেছে দেশটির সাধারণ জনগণের মধ্যে।

চলতি বছরের জানুয়ারিতে দেশে তৈরি করোনার টিকা দিয়ে টিকাদান কর্মসূচি শুরু করেছিল ভারত।
তবে এখন পর্যন্ত পুরো ভারতজুড়ে টিকা নেওয়ার পর এমন নেতিবাচক প্রভাব একেবারেই উড়িয়ে দিচ্ছেন না চিকিৎসক ও গবেষকরা। এর মধ্যে এনইএফআইয়ের রিপোর্টে উদ্বেগ আরও বাড়িয়ে তুলেছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.