গাজীপুরে কারখানা সম্প্রসারণ ও বায়ু দূষণের দায়ে মেসার্স মন্ডল নিট ওয়্যারসকে ১০ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
মঙ্গলবার (৭ জুন) বিকেলে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মোজাহিদুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরিবেশ দূষণবিরোধী অভিযান ও পরিবেশ সংরক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে দুপুরে গাজীপুরের মেসার্স মন্ডল নিট ওয়্যারস কারখানার মালিককে পরিবেশ অধিদপ্তরে তলব করা হয়।
এ সময় পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) একেএম মিজানুর রহমানের নেতৃত্বে শুনানি শুরু হয়। শুনানিতে কারখানা সম্প্রসারণ ও ডাস্টের মাধ্যমে বায়ুদূষণের দায়ে ওই কারখানার মালিককে ১০ লাখ টাকা জরিমানা করা হয়।