এবার চীনে কয়লা খনিতে দুর্ঘটনা, আটকা পড়েছে ২১ শ্রমিক

চীনের একটি কয়লা খনিতে দুর্ঘটনা ঘটেছে।
এতে কমপক্ষে ২১ শ্রমিক আটকা পড়েছেন।
তবে ইতোমধ্যেই ৮ শ্রমিককে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে উদ্ধারকর্মীরা নিশ্চিত করেছেন।

দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় উইঘুর অধ্যুষিত জিনজিয়াং প্রদেশে ওই খনিটি অবস্থিত।
শনিবার রাতে ওই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে চায়না ডেইলি।

হুতুবি কাউন্টিতে দুর্ঘটনার সময় খনিটিতে ২৯ জন শ্রমিক কাজ করছিল। দুর্ঘটনার পর আটজন সেখান থেকে বের হয়ে আসতে পারলেও বাকিরা সেখানেই আটকা পড়েছে।
পুলিশ জানিয়েছে, উদ্ধারকর্মীরা শ্রমিকদের উদ্ধারে কাজ করে যাচ্ছে।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.