বিধি নিষেধের শেষ দিনেও পাটুরিয়া-দৌলতদিয়ায় মানুষের উপচেপড়া ভিড়

কঠোর লকডাউনের ঘোষণায় রাজধানী ও এর আশপাশের জেলা শহরগুলো ছাড়ছে খেটে খাওয়া সাধারণ মানুষ। এক সপ্তাহের লকডাউন বা বিধিনিষেধের শেষ দিনেও পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে চলছে ফেরি।

গাদাগাদি করে ফেরিতে পার হচ্ছে সাধারণ যাত্রী। দূরপাল্লার যানবাহন বন্ধ থাকায় বিভিন্ন মাধ্যমে এ ঘাটে বাড়ছে ঘরে ফেরা মানুষের ভিড়।

ঘাট কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার (১১ এপ্রিল) ভোর থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে পার হওয়া মানুষ ভিড় বাড়ছে। সেই সঙ্গে যানবাহনের সংখ্যাও বাড়ছে। তবে ঘাট এলাকায় নেই স্বাস্থ্যবিধি মানার বালাই। দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ থাকায় কয়েক গুণ বেশি ভাড়া দিয়ে ছোট ও মাঝারি যানবাহনে চড়ে পাটুরিয়া ঘাটে এসে জড়ো হচ্ছেন সাধারণ যাত্রীরা।

বিশেষ করে ১৪ এপ্রিল থেকে সর্বাত্মক কঠোর লকডাউনের খবরে দৌলতদিয়া-পাটুরিয়া ঘাটে বাড়ছে ঘরে ফেরা মানুষের ভিড়।

ফেরিতে গাদাগাদি করে পার হচ্ছে মানুষ। পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে ২০টি ফেরি চলাচল করছে।

ঘাটের ব্যবস্থাপক মো. সালাম জানান, ঘাটে যানবাহন থাকলেই আমরা পার করছি। এখন বেশি রয়েছে ট্রাক, ছোট যানবাহন। স্বাস্থ্যবিধি নিয়ে তিনি কোনো প্রশ্নের উত্তর দেননি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.