ব্রিটেনের রানি এলিজাবেথের সদ্য প্রয়াত স্বামী প্রিন্স ফিলিপের শেষকৃত্য আগামি ১৭ এপ্রিল অনুষ্ঠিত হবে।
ব্রিটিশ রাজপরিবার থেকে এ তথ্য জানানো হয়েছে।
প্যালেসের একজন মুখপাত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, প্রিন্স ফিলিপের শেষকৃত্যে প্রিন্স হ্যারি উপস্থিত থাকবেন।
এর আগে গত শুক্রবার ৯৯ বছর বয়সে মারা যান প্রিন্স ফিলিপ।
তার মরদেহ উইন্ডসর ক্যাসেলের সেন্ট জর্জের চ্যাপেলে রাখার কথা রয়েছে।
জানা গেছে, শেষকৃত্যে উপস্থিত মানুষের সংখ্যা ৩০ জনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে।
করোনার কারণে এতো সংখ্যক মানুষের উপস্থিতির চিন্তাটা এসেছে।
ব্রিটেনের রানিসহ যারা উপস্থিত থাকবেন সেখানে, সবার মুখে মাস্ক থাকতে পারে বলে রয়টার্সের ওই প্রতিবেদনে বলা হয়েছে।