এবার নারীদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছেন পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি দিলীপ ঘোষ।
তিনি মন্তব্য করেন, ঘরের মেয়ে কাজ না করলে, বা কিছু না দিলে তাকে বাড়িতে না রেখে বিদায় করে দিতে হয়। দিলীপ ঘোষের এই মন্তব্যে এখন সোশ্যাল মিডিয়ায় তোলপাড়।
রোববার কলকাতার কাছে বরানগরে ভোটের প্রচারণায় গিয়ে এই মন্তব্য করেন তিনি। পশ্চিমবঙ্গে নির্বাচনী প্রার্থী পার্নো মিত্রের হয়ে প্রচারে গিয়েছিলেন তিনি।
দিলীপ ঘোষ বলেন, ‘মেয়েকে তো মানুষ চেয়েছিল। কিন্তু মেয়ে যখন কিছু দেয় না তখন মেয়ে বেশি দিন বাড়িতে রাখতে নেই। বিদায় করে দিতে হয়।
যেমন ২ মে থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদায় শুরু হবে।’
মমতার সমালোচনা করে বিজেপির এই নেতা আরও বলেন, ‘যে পরিবর্তন দিদি করেছেন সেটা বাংলার মানুষ চায়নি।
উল্টো দিদি বাংলার মানুষের গণতান্ত্রিক অধিকার ছিনিয়ে নিয়েছেন।
শান্তি-শৃঙ্খলা ছিনিয়ে নিয়েছেন। তাই মানুষ নিজেদের অধিকার ছিনিয়ে নিতে জয় শ্রী রাম ধ্বনি তুলে বাড়ি থেকে বেরিয়ে এসেছে।’