খালেদা জিয়ার বাসায় ৯ জন করোনাভাইরাসে আক্রান্ত

খালেদা জিয়ার গুলশানের বাসা ‘ফিরোজায়’ তিনিসহ ৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। রবিবার বিকালে খালেদা জিয়াকে দেখে আসার পর সাংবাদিকদের এ তথ্য জানান তার ব্যক্তিগত চিকিৎসক মো. আল মামুন।

তিনি বলেন, খালেদা জিয়াসহ তার বাসার ৯ জনের করোনা টেস্টের রেজাল্ট পজিটিভ এসেছে।
খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল।
তার মধ্যে করোনার কোনো উপসর্গ নেই। তিনি সম্পূর্ণ সুস্থ আছেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বাসাতেই তিনি চিকিৎসা নেবেন।

তিনি আরও জানান, খালেদা জিয়ার গৃহকর্মী ফাতেমাসহ ৮ জন করোনা আক্রান্ত হওয়ায় খালেদা জিয়ার নমুনা পরীক্ষা করা হয়।
ব্যক্তিগত নিরাপত্তার কারণে প্রথমদিকে তার করোনা আক্রান্তের বিষয়টি গোপন রাখা হয়েছিল।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.