চীনের রোগ নিয়ন্ত্রণ কেন্দ্রের শীর্ষ কর্মকর্তা গাও ফু বলেছেন, তাদের দেশে উৎপাদিত করোনাভাইরাসের ভ্যাকসিনের কার্যকারিতা কম।
চীনের দুর্বলতা স্বীকারের এক বিরল ঘটনা এটি।
শনিবার এক সংবাদ সম্মেলনে গাও বলেন, ভ্যাকসিনের কার্যকারিতা বাড়াতে একাধিক ভ্যাকসিন মিশ্রিত করার চিন্তা করছে চীন।
তবে এই মন্তব্যের পর এক সাক্ষাৎকারে গাও ফু বলেছেন, তার বক্তব্য ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে।
চীনে জনগণের ব্যবহারের জন্য করোনাভাইরাসের মোট চারটি ভ্যাকসিনের অনুমোদন দেয়া হয়েছে।
যদিও দেশের বাইরে পরিচালিত কিছু ট্রায়ালে দেখা গেছে ভ্যাকসিনের কার্যকারিতা ৫০ শতাংশের চেয়ে কম।