গাড়ি বোমা বিস্ফোরণে ইসরায়েলে নিহত দুই

ইসরায়েলের রাজধানী তেল আবিবের খুলুন শহরে একটি গাড়ি বিস্ফোরণে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছে।

দেশটির গণমাধ্যম টাইমস অব ইসরায়েল জানায়, নিরাপত্তা বাহিনীর ধারণা, কেউ গাড়িতে বিস্ফোরক লাগিয়ে রেখেছিল আগে থেকেই। এ কারণেই তাতে বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণের ফলে আশেপাশের কয়েকটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা বলেছেন, তারা যখন ঘটনাস্থলে পৌঁছান তখনও গাড়িটিতে আগুন জ্বলছিল এবং একজন ব্যক্তির মরদেহ পাশে পড়েছিল।

ইসরায়েলের নিরাপত্তা বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এই ঘটনার কারণ সম্পর্কে তারা তদন্ত শুরু করেছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.