চলতি বছরের রমজানে একবারই করা যাবে ওমরাহ

করোনাভাইরাস মহামারির কারণে এবার ওমরাহ পালনে বেশ কিছু বিধি-নিষেধ জারি করেছে সৌদি।
দেশটির হজ এবং ওমরাহ কর্তৃপক্ষ সোমবার এক বিবৃতিতে জানিয়েছে, এবারের রমজানে একবারই ওমরাহ পালন করা যাবে।
মঙ্গলবার থেকে নতুন নিয়ম কার্যকর হবে।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, যারা ওমরাহ পালনের জন্য আবেদন করেছে তারা একবারই ওমরাহ পালন করতে পারবেন।
দ্বিতীয়বার তারা আর ওমরাহ’র জন্য আবেদন করতে পারবেন না।

এদিকে, করোনা মহামারির কারণে সৌদির দুই প্রধান মসজিদে তারাবির নামাজ ২০ রাকাতের পরিবর্তে ১০ রাকাত করার নির্দেশ দিয়েছেন বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.