শ্রেণিকক্ষের মধ্যেই আগুনে পুড়ে মারা গেল ২০ শিশু

পশ্চিম আফ্রিকার দেশ নাইজারের রাজধানী নিয়ামির একটি নার্সারি স্কুলে অগ্নিকাণ্ডের পর শ্রেণিকক্ষে আটকাপড়া শিক্ষার্থীদের মধ্যে কমপক্ষে ২০ শিশু অগ্নিদগ্ধ হয়ে প্রাণ হারিয়েছে।
বুধবার এক প্রতিবেদনে বিবিসি সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে।

স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে এ দুঘটনা ঘটে। তখন শ্রেণিকক্ষে এসব শিশু শিক্ষার্থী পাঠ নিচ্ছিল।
খড়ের তৈরি ওই শ্রেণিকক্ষে হঠাৎ আগুন লাগলে তারা আটকা পড়ে।
আগুনে স্কুলের মূল ফটক বন্ধ হয়ে গেলে অনেকে সেখান থেকে বের হতে না পেরে অবশেষ পুড়ে মারা যায়।

নাইজারের রাজধানী নিয়ামের পেস বাস জেলায় অবস্থিত সরকার পরিচালিত ওই জুনিয়র-নার্সারি স্কুলটি ইট আর খড়ের সমন্বয়ে তৈরি করা হয়েছে।
ফলে সেখানে আগুন লাগার কারণে দ্রুত সেই আগুন চারপাশে ছড়িয়ে পড়লে আগুনে পুড়ে এতগুলো শিশু প্রাণ হারায়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.