হেলিকপ্টারে ঢাকায় আনা হলো করোনায় আক্রান্ত এমপি বাদশাকে

করোনাভাইরাসে আক্রান্ত রাজশাহী সদর আসনের এমপি ও বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়েছে।

বৃহস্পতিবার বেলা ৩টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ব্যবস্থাপনায় তাকে বিমান বাহিনীর এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা নেয়া হয়।

আজ বিকেল থেকে রাজধানী ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তার চিকিৎসা চলবে। দ্বিতীয় টিকা নেয়ার পরও তিনি করোনায় আক্রান্ত হয়েছেন।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, এমপি ফজলে হোসেন বাদশার শারীরিক অবস্থা বর্তমানে ভালো এবং স্থিতিশীল। অক্সিজেন স্যাচুরেশন লেভেল ৯৭-৯৮%, অন্যান্য রিপোর্ট স্বাভাবিক। তবে ডিডাইমার রিপোর্ট একটু অস্বাভাবিক। তাই তাকে ঢাকায় পাঠানো হলো।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.