কানাডায় উদ্ভাবিত করোনা ভ্যাকসিন মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগ

করোনাভাইরাস ভ্যাকসিন নিয়ে নানা টানাপোড়েনের মধ্যে কানাডার নিজস্ব ভ্যাকসিন ‘কোভিজেনিক্স ভ্যাক্স ০০১’ পরীক্ষামূলকভাবে আজ মানবদেহে প্রয়োগ করা হলো।

এডমন্টনের এন্টস ফার্মাসিউটিক্যালসের এই ভ্যাকসিনটির একটি ডোজই কোভিডের বিপরীতে প্রয়োজনীয় এন্টিবডি তৈরি করে বলে গবেষণায় প্রমাণ পাওয়া গেছে।
মানবদেহে এর কার্যকারিতা এবং নিরাপত্তা বিষয়ে আগামী দুই মাসের মধ্যেই প্রয়োজনীয় ডাটা পাওয়া যাবে বলে ভ্যাকসিন উদ্ভাবক কোম্পানি আশা করছেন।

ইউনিভার্সিটি অব আলবার্টার গবেষক ড. জন লিউইস এই ভ্যাকসিনের আবিষ্কারক।
অন্যদিকে কানাডার প্রধান চারটি প্রদেশ ব্রিটিশ কলাম্বিয়া, অন্টারিও, মন্টিয়ল এবং আলবার্টায় ক্রমবর্ধমান হারে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে।

প্রতিদিন এই নতুন শনাক্তের সংখ্যা কোনো কোনো প্রদেশে রেকর্ড সৃষ্টি করছে। হাসপাতালে রোগীর চাপ বাড়ছে ফলে নিবিড় পরিচর্যা কেন্দ্রগুলোতেও চাপ বৃদ্ধি পাচ্ছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.