মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের মতো করোনা আতঙ্কে সৌদি আরবও।
দেশটির অন্যান্য স্থানের মতো জেদ্দার ইফতার বাজারের ক্রেতা ও বিক্রেতারাও করোনা আতঙ্কে ভুগছেন।
করোনা আতঙ্কে সৌদি আরবের রাস্তাঘাট অনেকটাই ফাঁকা।
জরুরি প্রয়োজন ছাড়া বের হচ্ছেন না কেউ।
স্থানীয়দের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও আতঙ্ক কাজ করছে।
করোনার প্রভাব পড়েছে এবারের ইফতার আয়োজনেও।
এরই মধ্যে নানা বিধিনিষেধ আরোপ করেছে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়।
এরপরও সীমিত আয়োজনে চলছে ইফতারসামগ্রীর বেচাবিক্রি।
বিক্রেতারা বলেন, গত লকডাউনেও আমরা ব্যবসা করতে পারিনি।
এবারও ব্যবসায় অনেক মন্দা। আমরা প্রবাসীরা অনেক কষ্টে আছি।
আমরা চাই, এই করোনা মহামারি দূর হোক।