ইরাকের মসুলে মাটি খুঁড়তেই বেরিয়ে এল আইএসের বিপুল অর্থ-সম্পদ

২০১৪ সালে ইরাকের মসুল, সালাহউদ্দিন ও আনবার প্রদেশের পুরো অংশ এবং ডিয়ালা ও কিরকুক প্রদেশের কিছু অংশ দখল করে নেয় আইএস।

২০১৭ সালে মার্কিন নের্তৃত্বধীন সামরিক জোট ইরাকে আইএসকে পরাস্ত করলে ওইসব এলাকা আবারও ইরাকিবাহিনীর কব্জায় চলে আসে।

দীর্ঘদিন জঙ্গিগোষ্ঠী আইএসের দখলে থাকা ইরাকের প্রাচীন শহর মসুলে ধ্বংসস্তুপের তিন মিটার নিচে প্লাস্টিকের ড্রামের ভিতর লুকানো ছিল ১৬ লাখ ডলার ও বিপুল পরিমাণ স্বর্ণ এবং রূপার মুদ্রা।

নির্মাণ শ্রমিকরা কাজ করার সময় মাটির নিচ থেকে এসব অর্থ-সম্পদ উদ্ধার করে। পুলিশকে দিলে এ ব্যাপারে আদালতের নির্দেশনা চাওয়া হয়।

মসুলে আইএসের গোপন আস্তানা থেকে উদ্ধার করা ১৬ লাখ ডলার ও বিপুল পরিমাণ স্বর্ণ এবং রূপার মুদ্রা ক্ষতিপূরণ হিসেবে জব্ধ করার নির্দেশ দিয়েছেন দেশটির একটি আদালত।

মসুলের একটি আদালত গত শুক্রবার এ আদেশ দেন। খবর আনাদোলুর।

 

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.