আজও কালবৈশাখীর আভাস

রাজধানী ঢাকাসহ সারাদেশে গতকাল শুক্রবার (১৬ এপ্রিল) দিবাগত রাতে কালবৈশাখী ঝড়বৃষ্টি হয়েছে।
এ সময় দেশের প্রায় ১৯টি অঞ্চলে এই কালবৈশাখী ঝড়বৃষ্টি হয়েছে এবং আজও সারাদেশে কালবৈশাখী ঝড় হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

শনিবার সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর থেকে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

তাপ প্রবাহের পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, রাজশাহী, খুলনা, যশোর ও কুষ্টিয়া অঞ্চলের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু এলাকায় প্রশমিত হতে পারে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.