সৌদি এয়ারলাইনসের বাতিল হওয়া ফ্লাইটের টিকিট নিয়ে বিশৃঙ্খলা

সৌদি এয়ারলাইনসের বাতিল হওয়া ফ্লাইটের টিকিট পাওয়া নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইনসের অফিসের সামনে টিকিট প্রত্যাশীদের ভিড় ও বিশৃঙ্খলা দেখা গেছে।

সর্বাত্মক লকডাউনের কারণে চার দিনের সৌদিগামী ফ্লাইট বাতিল করা হয়। শনিবার (১৭ এপ্রিল) থেকে এসব ফ্লাইট চালু হওয়ার কথা ছিল। কিন্তু এদিনও কোনো ফ্লাইট পরিচালনা করেনি সৌদিয়া। পরে সৌদিপ্রবাসীরা বিক্ষোভ করলে রোববার (১৮ এপ্রিল) থেকে ফ্লাইট পরিচালনার কথা জানায় সৌদিয়া কর্তৃপক্ষ।

সৌদিপ্রবাসীরা রোববার সকাল থেকে এয়ারলাইনসটির অফিসের সামনে টিকিটের জন্য ভিড় করতে থাকে।

সৌদিয়া থেকে জানানো হয়, বাতিল হওয়া ১৪ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত ফ্লাইটের টিকিট আজ (রোববার) দেওয়া হবে। সে হিসাবে প্রথমে ১৪ তারিখের টিকিট দেওয়া শুরু হয়। কিন্তু সকাল ১০টায় টিকিট দেওয়া শুরুর পাঁচ মিনিট পরেই প্রবাসীদের মধ্যে হইচই শুরু হয়। অনেকে সিরিয়াল ভেঙ্গে টিকিট কাটার চেষ্টা করেন। অনেকে আবার ভোগান্তিতেও পড়ছেন।

প্রবাসীরা অভিযোগ করছেন, টিকিটপ্রত্যাশীরা সিরিয়াল মানছেন না। সবাই আগে যেতে চাইছেন। অবশ্য টোকেন সিস্টেম না থাকার জন্য এই বিশৃঙ্খলা হচ্ছে বলে জানান তারা। সৌদিয়া বিকেল ৫টা পর্যন্ত টিকিট বিতরণ করবে বলে জানা গেছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.