ভারতে হরিয়ানার গুরুগ্রামে প্রিন্সিপালের চড় খেয়ে ‘অপমানে’ আত্মহত্যা করেছে দশম শ্রেণির এক ছাত্রী।
কানের লম্বা দুল, হাতে বড় নখ এবং মোবাইল নিয়ে স্কুলে আসায় প্রিন্সিপাল ওই ছাত্রীকে স্কুল থেকে বের করে দেয়ার কথা বলেন।
ছাত্রীটিকে সবার সমানে চড়ও মারেন তিনি।
এ ঘটনার পর ৯ এপ্রিল আত্মহত্যা করে ওই ছাত্রী।
যেদিন ছাত্রীটিকে চড় মারেন তার পরের দিন ছাত্রীর বাবা-মাকে স্কুলে ডেকে পাঠান প্রিন্সিপাল।
তারা গিয়ে তাকে বোঝানোর চেষ্টা করেন, অনলাইন ক্লাসের জন্য মেয়েকে মোবাইল দিয়েছেন।
কিন্তু সে যুক্তি শুনতে চাননি প্রিন্সিপাল।
এরপর ফ্যানের সঙ্গে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে ওই ছাত্রী।