মায়ের ওপর রাগ করে তিন মাসের শিশুকে হত্যা

মায়ের সঙ্গে ঝগড়ার জেরে তিন মাসের শিশুকে জীবন্ত পুঁতে হত্যা করেছেন চাচি। ভারতের পাঞ্জাবের ফাজিলকা জেলার আমির খাস পুলিশ স্টেশনের অন্তর্গত একটি এলাকায় মর্মান্তিক এ ঘটনা ঘটেছে।
এ ঘটনায় অভিযুক্ত ওই নারীকে পুলিশ গ্রেফতার করেছে বলে ভারতের গণমাধ্যমগুলো জানিয়েছে।

জানা গেছে, আমনদীপ কৌর নামে এক নারী তার তিনমাসের কন্যাসন্তানকে প্রতিবেশীর বাড়িতে রেখে ব্যাংকে যান।
কিন্তু ফিরে এসে প্রতিবেশীর বাড়িতে মেয়েকে আর দেখতে পাননি।
এরপর চারিদিকে তন্নতন্ন করে খুঁজেও মেয়ের সন্ধান পায়নি পুরো পরিবার।

পরদিন সকালেই ওই নারীর জা অর্থাৎ দেবরের স্ত্রী সুখপ্রীত কৌর জানান, বাড়ির সেপটিক ট্যাংকে শিশুটির পা বের হয়ে আছে।
এরপরই সবাই সেখানে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.