রাশিয়ার বিরোধী নেতা অ্যালেক্সেই নাভালনিকে কারাগারের একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
সেখানকার কর্তৃপক্ষ বলছে তার অবস্থা ‘সন্তোষজনক’।
প্রায় ২০ দিন ধরে অনসনে থাকায় তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছিল।
একদিন আগেই চিকিৎসকরা তার শারীরিক অবস্থা নিয়ে আশঙ্কা প্রকাশ করে বলেন, আগামী কয়েকদিনের মধ্যেই হয়তো তার মৃত্যু হতে পারে।
তার চিকিৎসার বিষয়ে এখনই গুরুত্ব দেয়া না হলে তাকে বাঁচানো সম্ভব হবে না।
চিকিৎসকরা জানান, তার রক্ত পরীক্ষার মাধ্যমে এটা ইঙ্গিত পাওয়া গেছে যে, তার কোনো সময় কার্ডিয়াক অ্যারেস্ট বা কিডনি অচল হয়ে যেতে পারে।
এতে করে তার শারীরিক অবস্থার অবনতি ঘটতে পারে এবং তার মৃত্যুও হতে পারে।
চিকিৎসকদের এমন আশঙ্কার পর সোমবার নাভালনিকে একটি কারা-হাসপাতালে নেয়া হয়।
বর্তমানে তিনি মস্কো থেকে ১শ কিলোমিটার দূরে অবস্থিত পোকরোভ পেনাল কলোনিতে আছেন।