মেট্রোরেলের প্রথম কোচ ঢাকায়

আজ বুধবার দুপুরে ৩টার দিকে নির্ধারিত সময়ের দুইদিন আগে মোট ছয় কোচের মধ্যে প্রথম চালানে একটি কোচ সেট ঢাকায় এসে পৌঁছায়।

গত ৪ মার্চ বাংলাদেশ সময় বিকেল ৩টায় জাহাজটি জাপানের কোবে বন্দর থেকে মোংলা সমুদ্র বন্দরের উদ্দেশে যাত্রা শুরু করে। মেট্রোরেলের কোচ বহনকারী জাহাজ এসপিএম ব্যাংকক ৩১ মার্চ বিকেলে মোংলা বন্দরে পৌঁছায়।

পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী, আগামী ২৩ এপ্রিল প্রথম চালানের কোচটি ঢাকার তুরাগ নদীর তীরে নবনির্মিত ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) জেটিতে পৌঁছানোর কথা ছিল।

কিন্তু নির্ধারিত সময়ের দুই দিন আগেই এটি ঢাকায় পৌঁছায়।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.