৫৩ আরোহীসহ সাবমেরিন সাগরে নিখোঁজ

ইন্দোনেশিয়ায় প্রশিক্ষণ মহড়ার সময় অন্তত ৫৩ জন আরোহীসহ নৌবাহিনীর একটি সাবমেরিন সাগরে হারিয়ে গেছে। সেটি খুঁজতে অস্ট্রেলিয়া এবং সিঙ্গাপুরের সহযোগিতা চেয়েছে ইন্দোনেশীয় কর্তৃপক্ষ।

ইন্দোনেশিয়ার সামরিক বাহিনীর প্রধান জানিয়েছেন, সাবমেরিনটি বালি দ্বীপের উত্তরে প্রশিক্ষণ মহড়ায় অংশ নিয়েছিল।
কিন্তু এর ফলাফল আশানুরূপ হয়নি।

কেআরআই নাংগালা-৪০২ নামে সাবমেরিনটি জার্মানির তৈরি বলে জানা গেছে।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, সাবমেরিনটি বুধবার সকালে বালি উপকূল থেকে অন্তত ৯৬ কিলোমিটার দূরে নিখোঁজ হয় বলে ধারণা করা হচ্ছে।

সাবমেরিনটি খোঁজার বিষয়ে এখনও কোনও মন্তব্য করেনি সিঙ্গাপুর ও অস্ট্রেলিয়া প্রশাসন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.