ইন্দোনেশিয়ার নিখোঁজ সেই সাবমেরিনের ৫৩ জন কর্মীদের উদ্ধারের জন্য আর ৭২ ঘণ্টা সময় রয়েছে বলে জানিয়েছে দেশটির নৌবাহিনী।
সাবমেরিনটিতে আর ৭২ ঘণ্টার অক্সিজেন রয়েছে, তাই এ সময়ের মধ্যে উদ্ধার না করা গেলে হয়তো এটির কর্মীদের আর বাঁচানো সম্ভব হবে না।
ধারণা করা হচ্ছে, বুধবার সকালে বালি উপকূল থেকে একশ কিলোমিটার দূরে সমুদ্র থেকে কেআরআই নাংগালা-৪০২ সাবমেরিনটি নিখোঁজ হয়ে যায়।
এটি উদ্ধারে ছয়টি যুদ্ধ জাহাজ, একটি হেলিকপ্টার ও চারশ জন উদ্ধারকর্মীকে নিয়োজিত করা হয়েছে।
সাবমেরিনটি উদ্ধারের জন্য সিঙ্গাপুর এবং মালয়েশিয়া জাহাজ পাঠিয়েছে এবং যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ফ্রান্স ও জার্মানি সহায়তা করার প্রস্তাব দিয়েছে।
নৌবাহিনী জানায়, জার্মানিতে নির্মিত সাবমেরিনটি মহড়া দিতে গিয়েছিল।
এটি ফিরতে ব্যর্থ হয় এবং এটির সঙ্গে যোগাযোগও বন্ধ হয়ে যায়।