যমুনার চরকে মরুভূমি বানিয়ে হিরো আলমের নতুন আরবি গান

হিরো আলম মানে আলোচনা-সমালোচনা।
এসবকে তোয়াক্কা না করেই তিনি এগিয়ে চলছেন নিজের মতো করে।
কোথায় থামতে হবে, কোথায় নামতে হবে এসব বিষয়কে মাথায়ই নেন না এই সোশ্যাল মিডিয়ার আলোচিত ব্যক্তি।

একের পর এক গান গাইছেন। আর আলোচনায়ও থাকছেন সেভাবেই।
তবে হিন্দি গান গেয়ে বেশ তোপের মুখে পড়েন হিরো আলম।
‘বাবু খাইছো’ নামের একটি গান গেয়ে গায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন আলম।
এরপর নানা ধরনের গান গেয়ে অবশেষে গাইলেন হিন্দি গান।
এক শ্রেণির নেটিজেন অবশ্য হিরো আলমকে ছেড়ে দেননি।

এবার হিরো আলম গাইলেন আরবি গান।
আরবীয়দের পোশাকে আচ্ছাদিত হয়ে মরুভূমির বুকে হেঁটে হেঁটে হিরো আলম গেয়ে যাচ্ছেন গান।
কেন এই গান? হিরো আলম অকপটে বললেন, ‘রমজান মাস, তাই আরবি ভাষার গান গাওয়ার অনুরোধ করছে ভক্তরা, তাই গাইলাম আর কি।’ জানালেন, শিগগিরই গানটি মুক্তি পাবে।

আরবি গানে তাকে শেখের ভূমিকায় দেখা যাচ্ছে, ঠিক আছে। উষ্ণ মরুভূমিতে গেয়ে যাচ্ছেন সেটাও ঠিক আছে; কিন্তু এই লকডাউনে মধ্যপ্রাচ্যের মরুভূমিতে গেলেন কিভাবে? হেসে ফেললেন হিরো আলম। বললেন, ‘না ভাই, এইটা মরুভূমি না।
এই যমুনা নদীর চর। বগুড়ার সারিয়াকান্দিতে যমুনার চরে শুটিং করছি।
অনেক লম্বা চর, মরুভূমির মতো লাগে। মানুষ তেমন বুঝবে না।’

আশরাফুল আলম ওরফে হিরো আলম বগুড়ার একজন কেবল ব্যবসায়ী। স্থানীয়ভাবে মিউজিক ভিডিও করে আলোচিত হন। এরপর নানাভাবেই আলোচিত এই সোশ্যাল সেলেব। সংসদ নির্বাচনে অংশ নিয়ে দেশের বিভিন্ন টেলিভিশনের টক শোতে কথা বলার সুযোগ পান। এভাবেই নানা কারণে তিনি আলোচনায় রয়েই যাচ্ছেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.