একদিনে ফের সর্বোচ্চ করোনা রোগী দেখল বিশ্ব

বিশ্বব্যাপী করোনাভাইরাসের তাণ্ডব কোনোভাবেই থামছে না।
দিন দিন আরও ভয়ংকর হয়ে উঠছে এ ভাইরাস।
প্রতিদিনই দীর্ঘ হচ্ছে আক্রান্ত ও মৃতের তালিকা।
মহামারি এ ভাইরাসের নতুন নতুন ধরন মানুষের মনে আতঙ্ক বাড়িয়ে দিয়েছে। করোনার টিকা আবিষ্কার হলেও এখনও আতঙ্কে বিশ্ববাসী।

এরই মধ্যে বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৩০ লাখ ৮৪ হাজার এবং আক্রান্ত হয়েছে ১৪ কোটি ৫৩ লাখেরও বেশি মানুষ।
গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী সর্বোচ্চ ৮ লাখ ৮৪ হাজার ৯৭৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
এ ছাড়া মারা গেছেন আরও ১৩ হাজার ৩৮৮ জন।

করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শুক্রবার (২৩ এপ্রিল) সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন ১৩ হাজার ৩৮৮ জন এবং নতুন করে আক্রান্ত হয়েছেন ৮ লাখ ৮৪ হাজার ৯৭৫ জন।
এ নিয়ে বিশ্বে মোট করোনায় মৃত্যু হয়েছে ৩০ লাখ ৮৪ হাজার ৯৯৫ জনের এবং আক্রান্ত হয়েছেন ১৪ কোটি ৫৩ লাখ ২২ হাজার ৫৫৩ জন।
এ ছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ কোটি ৩৩ লাখ ৯ হাজার ৫০৭ জন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.