‘সরকারের উদাসীনতায় একের পর এক অগ্নি দুর্ঘটনা’

শুক্রবার রাজধানীর পুরান ঢাকার আরমানীটোলায় কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডে এ পর্যন্ত প্রাপ্ত তথ্য মতে ৫ জনের প্রাণহানি এবং কমপক্ষে ১৮ জন আহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করে তাদের বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি নিহতদের পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং আহতদের আশু সুস্থতা কামনা করেন।
এ ছাড়া প্রতিনিয়ত এ ধরনের অগ্নিকাণ্ড কিংবা বাসার রান্নার গ্যাস বিস্ফোরণে মানুষের হতাহতের ঘটনায় তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

এক শোক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, ‘আজ রাজধানীর পুরান ঢাকার আরমানীটোলার আবাসিক এলাকায় কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে এ পর্যন্ত প্রাপ্ত তথ্য মতে ৫ জনের প্রাণহানি এবং কমপক্ষে ১৮ জন আহত হওয়ার ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক ও মর্মস্পর্শী।
অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় তাদের স্বজনদের মতো আমিও গভীরভাবে ব্যথিত ও শোকাভিভূত।
তিনি বলেন, অতীতে পুরান ঢাকার চুড়িহাট্টা, নিমতলীসহ বিভিন্ন আবাসিক এলাকায় কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অসংখ্য হতাহতের ঘটনা ঘটলেও সরকার ও সিটি করপোরেশন এসব অগ্নিকাণ্ডের পুনরাবৃত্তি রোধে কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ না করে উদাসীন থেকেছে।
ঘটনার পরপর আবাসিক এলাকা থেকে কেমিক্যাল গোডাউন সরানোসহ সরকারের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপের কথা বলা হলেও এ পর্যন্ত সেসব পদক্ষেপ আলোর মুখ দেখেনি।
সরকারের এহেন উদাসীনতায় একের পর এক দুর্ঘটনায় অসংখ্য প্রাণ ঝরে যাচ্ছে। সরকারের এই ব্যর্থতা ও উদাসীনতা জনজীবনকে বিপন্ন করে তুলেছে।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.