রাশিয়ার বিরোধী নেতা নাভালনি অবশেষে অনশন ভাঙলেন

রাশিয়ার বিরোধী নেতা অ্যালেক্সাই নাভালনি অবশেষে অনশনের সমাপ্তির ঘোষণা দিয়েছেন।

আজ শুক্রবার ইন্সটাগ্রামে নিজ দলের মাধ্যমে পাঠানো এক বার্তায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক এই রাজনীতিবিদ এ সিদ্ধান্তের কথা জানান। খবর সিএনএন এর।

গতকাল বৃহস্পতিবার রাশিয়ার বিরোধী দলীয় এই নেতাকে কারাগারের হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আর আজ এমন ঘোষণা আসলো।

নাভালনি জানান, চিকিৎসার জন্য প্রয়োজনীয় দাবিগুলো আমি এখনই তুলে নিচ্ছি না। আমার হাত এবং পায়ের বিভিন্ন অংশ অনুভূতিশূন্য হয়ে যাচ্ছে। তাই আমি বুঝতে চাচ্ছি এটি কী এবং এর চিকিৎসা কীভাবে হয়। এ কারণে আপাতত অনশন থেকে বের হয়ে আসছি।

গত ৩১ মার্চ থেকে কারাগারে পর্যাপ্ত সুচিকিৎসা পাচ্ছেন না বলে অভিযোগ জানিয়ে কোনো ধরনের খাবার গ্রহণ করছেন না ৪৪ বছর বয়সী অ্যালেক্সাই নাভালনি। পরে তার চিকিৎসকরা শঙ্কা প্রকাশ করে বলেন, যে কোনো মুহূর্তে নাভালনির কার্ডিয়াক অ্যারেস্ট বা কিডনি বিকল হওয়ার শঙ্কা রয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.