ইন্দোনেশিয়ার নিখোঁজ সাবমেরিনের ধ্বংসাবশেষ উদ্ধার

ইন্দোনেশিয়ার নিখোঁজ সাবমেরিন কেআরআই নাঙ্গালা-৪০২-এর ৫৩ আরোহীর সবাই মারা গেছে বলে ধারণা করছে উদ্ধারকারী দল।

শনিবার (২৪ এপ্রিল) ইন্দোনেশিয়ার সশস্ত্র বাহিনী জানিয়েছে, অনুসন্ধান দলগুলো সামরিক সাবমেরিন থেকে প্রাপ্ত কিছু জিনিস উদ্ধার করেছে।

এক বিবৃতিতে বলা হয়, শনিবার সকালের দিকেই অক্সিজেনের মজুত শেষ হয়ে গেছে।

এ বিষয়ে উদ্ধার কর্মকর্তারা বলছেন, উদ্ধারকৃত ধ্বংসাবশেষ প্রমাণ করে জাহাজটি ডুবে গেছে, শনাক্তকারীরা সাবমেরিনটি প্রায় ৮৫০ মিটার পানির নিচে শনাক্ত করেছে।

উদ্ধারকৃত বস্তুগুলোর মধ্যে লুব্রিক্যান্টের বোতল ও টর্পেডো সুরক্ষা রাখার একটি ডিভাইস রয়েছে।

এর আগে ইন্দোনেশিয়ার নৌবাহিনী জানিয়েছিল, সাবমেরিনটি ৭২ ঘণ্টার মধ্যে উদ্ধার করতে হবে। কারণ, জাহাজে তিন দিন চলার মতো অক্সিজেন রয়েছে। সে হিসেবে নাবিকদের জীবিত পেতে হলে শনিবারের (২৪ এপ্রিল) মধ্যে সাবমেরিনটি উদ্ধার করতে হবে।

গত বুধবার (২১ এপ্রিল) ভোরে জার্মানির তৈরি কেআরআই নাংগালা-৪০২ সাবমেরিনটি বালি উপকূল থেকে প্রায় ৬০ মাইল (৯৬ কিমি) দূরের পানিতে নিখোঁজ হয় বলে ধারণা করা হচ্ছে।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.