বিয়ে ঠিক, কিন্তু লকডাউনে দায়িত্ব পালনের জন্য মিলছে না ছুটি।
এ অবস্থা কী করবেন ভেবে পাচ্ছিলেন না নারী পুলিশ কনস্টেবল।
শেষপর্যন্ত থানাতেই তাকে সারতে হয়েছে গায়েহলুদের অনুষ্ঠান।
সম্প্রতি এ ঘটনা ভারতের রাজস্থানের দুঙ্গারপুর কোতোয়ালি থানায়।
জিনিউজের প্রতিবেদনে বলা হয়েছে, তার বিয়ে হওয়ার কথা ছিল গত বছরের মে মাসে।
কিন্তু দেশব্যাপী লকডাউন থাকায় পিছিয়ে যায়।
চলতি বছরের ৩০ এপ্রিল ফের বিয়ের তারিখ ঠিক করা হয়।
কিন্তু করোনাভাইরাসের দ্বিতীয় ওয়েভ আরও মারাত্মক।
প্রথম সারিতে থেকে লড়াই করে চলেছেন পুলিশকর্মীরাও। গায়েহলুদের অনুষ্ঠানে যথারীতি ছুটি না পেয়ে তাই থানাতেই গায়ে হলুদ সারলেন নারী কনস্টেবল আশা।
থানার সহকর্মীরাই ঠিক করেন আশার গায়েহলুদ থানাতেই হবে। পরিবারের লোক নয়; বিয়ের গান গেয়ে হলুদ লাগিয়ে গোটা রীতি পালন করেন তারাই।
থানার আইসি দিলীপ দান বলেন, যখন আমরা জানতে পারি, আশা তার গায়েহলুদ পর্বের জন্য গ্রামে যেতে পারবেন না, তখন আমরাই ঠিক করি থানার ভেতরেই সেই অনুষ্ঠান করব। কারণ শুভ সময় চলে যাওয়া ঠিক নয়।
তিনি আরও বলেন, আমরা পরে আশাকে সারপ্রাইজ দিই। সন্ধ্যাবেলায় তার ছুটির ব্যবস্থা করে দেওয়া হয়। এরপর তিনি গ্রামের বাড়ি ফিরে যান।
আশার বাবা পেশায় চাষী ও মা ঘরের কাজ সামলান। আশার বিয়ের কার্ডেও কভিডবিধি মানার কথা বল হয়েছে।