ইয়েমেন আবারো সৌদি বিমানবন্দর-তেল স্থাপনায় ড্রোন হামলা চালিয়েছে

ইয়েমেনের হাউথি সমর্থিত সেনাবাহিনী সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আসির প্রদেশের একটি বিমানঘাঁটিতে এবং বিশ্বের সর্ববৃহৎ তেল স্থাপনায় আরামকোর ওপর নতুন করে ড্রোন হামলা চালিয়েছে।

ইরানের গণমাধ্যম পার্সটুডে জানায়, শুক্রবার(২৪ এপ্রিল) স্থানীয় সময় সন্ধ্যায় ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি এই তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, শুক্রবার স্থানীয় সময় সকাল নয়টাই ইয়েমেনে তৈরি কাসেফ টু-কে ড্রোন সৌদি আরবের কিং খালিদ বিমানঘাঁটির অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানে। এ ছাড়া জেনারেল সারিয়ি বলেন, শুক্রবার ভোরে সৌদি আরবের জিজান প্রদেশের আরামকো তেল স্থাপনায় সামাদ-৩ ড্রোন দিয়ে হামলাও চালানো হয়।

ইয়েমেনের এ সামরিক কর্মকর্তা বলেন, সৌদি আরব এবং তার মিত্ররা যতক্ষণ পর্যন্ত আগ্রাসন বন্ধ ও অবরোধ তুলে না নেবে ততক্ষণ পর্যন্ত পাল্টা হামলা অব্যাহত থাকবে।

সৌদি আরবের বিরুদ্ধে সাম্প্রতিক মাসগুলোতে ইয়েমেনের হুথি আন্দোলন ও তাদের সমর্থিত সেনারা পাল্টা ও প্রতিশোধমূলক হামলা জোরদার করেছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.