কমোড ফ্লাশ করার ২০ সেকেন্ড বা তারও বেশি সময় পর্যন্ত ৫ ফুট উচুতে ভেসে বেঁচে থাকতে পারে করোনা ভাইরাস।
গবেষকদের পরীক্ষা-নিরীক্ষায় এ ভয়ানক তথ্য উঠে এসেছে।
ফ্লোরিডা আটলান্টিক বিশ্ববিদ্যালয়ের কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কম্পিউটার সায়েন্সের গবেষকরা এ তথ্য জানিয়েছেন। তারা একটি পাবলিক রেস্টরুমে একটি টয়লেট এবং ইউরিনাল উভয় ফ্লাশ দিয়ে পরীক্ষা করেছেন।
গবেষণার সহ-লেখকও গবেষক সিদ্ধার্থ বলেন, প্রায় শতাধিক ফ্লাশ নিয়ে প্রায় তিন ঘন্টা পরীক্ষার পরে, আমরা পরিমাপকৃত এ্যারোসোলের মাত্রা যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেতে দেখেছি।
প্রতি ফ্লাশিং পরীক্ষায় মোট বাষ্প ফোঁটা সংখ্যা দশ হাজার পর্যন্ত রয়েছে। সহ-লেখক সিদ্ধার্থ ভার্মা বিশ্ববিদ্যালয়টির সমুদ্র ও যান্ত্রিক প্রকৌশল বিভাগের সহকারী অধ্যাপক। ফ্লাশের সঙ্গে সঙ্গে প্রচুর ড্রপলেট টয়লেটের মধ্যে ছড়িয়ে থাকে।
এ গুলি ৫ ফুট উচ্চতা পর্যন্ত ২০ সেকন্ডের জন্য স্থায়ী হয়। ঘন ঘন ফ্লাশ হলে, ড্রপলেটের সংখ্যাও বাড়তে থাকে।