সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিআরটিএ কর্মকর্তারা গ্রাহকদের সঙ্গে চামারের মতো ব্যবহার করেন। অনেক শিক্ষিত লোক বিআরটিএ অফিসে যান সেবা নিতে। কিন্তু বিআরটিএ-এর অসাধু কর্মকর্তারা গ্রাহকদের সঙ্গে চরম দুর্ব্যবহার করেন। এটি খুবই দুঃখজনক।
শুক্রবার দুপুরে বিয়াম মিলনায়তনে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সংক্রান্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে বিআরটিএ-এর কর্মকর্তাদের কঠোর সমালোচনা করে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, বিআরটিএ নানা অগ্রগতির কথা শোনাচ্ছে। কিন্তু জনগণ তো এসব অগ্রগতি থেকে কোনো প্রকার লাভবান হচ্ছে না। মানুষ সেবা নিতে এসে চরম হয়রানির শিকার হচ্ছেন। মানুষের প্রতি কোনো দায় নিয়ে কাজ করছে না এখানকার কর্মকর্তারা। আমরা অভিযানে গেলে সব পরিষ্কার হয়ে যাচ্ছে। বিআরটিএ অফিস দালালমুক্ত হচ্ছে। কিন্তু অভিযান থেকে চলে এলেই আবার দালালদের খপ্পরে পড়ছে গ্রাহকরা। দালালরা বিআরটিএ-এর চেয়ার-টেবিল পর্যন্ত ব্যবহার করছে। কর্মকর্তাদের যোগসাজস না থাকলে এমন হতে পারে না।
অভিযানের পর কোনো ফলোআপ নেই। আমি হতাশ। কবে বিআরটিএ দালালমুক্ত হবে এই প্রশ্ন আমি বিআরটিএ কর্তৃপক্ষকে করতে চাই।
রাজনৈতিকভাবে আর কোনো বদলি, পদোন্নতি বরদাস্ত করা হবে না উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, সরেজমিনে গিয়ে অপকর্ম দেখে কর্মকর্তা, কর্মচারীদের বদলি করে আসছি। আবার রাজনৈতিক তদবিরে তাদের ফিরিয়ে আনা হচ্ছে। এভাবে একটি দফতর চলতে পারে না। রাজনৈতিকভাবে নয়, বদলির ক্ষমতা রাখে একমাত্র বিআরটিএ কর্তৃপক্ষ।
দেশের উন্নয়নের সঙ্গে ঢাকার চিত্র মেলে না উল্লেখ করে মন্ত্রী বলেন, এই শহরের গাড়ির দিকে তাকানো যায় না। একটি রাজধানী শহরে এমন নক্করঝক্কর গাড়ি, তা আর কোনো দেশে মিলবে না। বিশ্বের ১৪০টি দেশের জরিপে ঢাকার অবস্থান ১৩৯তম। এটি অত্যন্ত লজ্জার। বাংলাদেশ এখন উন্নয়নের মডেল, অথচ ঢাকা নিয়ে সবাই হতাশ।
শতকরা ৪০ ভাগ গাড়ির ওপর নিয়ন্ত্রণ নেই উল্লেখ করে কাদের বলেন, নম্বর প্লেট ডিজিটাল করার উদ্যোগ নেয়া হয়েছে। ২৬ লাখ গাড়ির মধ্যে মাত্র ৯ লাখ গাড়ির নম্বর ডিজিটাল করা হয়েছে। কোনো বিধান নেই, নিয়ম নেই। অথচ অনিয়মের মধ্য দিয়েই লাখ লাখ গাড়ি চলাচল করছে।
ব্যাটারিচালিত ইজিবাইককে মূর্তমান আতঙ্ক উল্লেখ করে তিনি আরও বলেন, অবিলম্বে এই পরিবহন চলাচল বন্ধ করতে হবে। এর ফ্যাক্টরি বন্ধ করতে হবে। ১২ কি ১৫ বছরের কিশোরদের দিয়ে এসব গাড়ি চালানো হচ্ছে। আর এতে করে দুর্ঘটনায় প্রতিনিয়ত মানুষ মারা যাচ্ছে।
মন্ত্রী বলেন, জনগণকে জিম্মি করে কারো সঙ্গে আপোস চলতে পারে না। তেলের দাম কমানোর পর ভাড়া কমানোর সিদ্ধান্ত হলো। অথচ তার কোনো বাস্তবায়ন নেই। এসব বিষয়ে উপযুক্ত ব্যবস্থা নিতে না পারলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
আসন্ন ঈদের আগে যানজট নিরসনে ১৪টি পয়েন্টে ১ হাজার সেচ্ছাসেবক তিন শিফটে কাজ করবে বলে জানান ওবায়দুল কাদের।
সভায় বিআরটিএ-এর চেয়ারম্যান নজরুল ইসলামের সভাপতিত্বে গোটা দেশের বিআরটিএ-এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।