থাইল্যান্ডের সরকার বাংলাদেশ থেকে জেলে ও নির্মাণ শ্রমিক নেবে। পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানিয়েছে।
জানা গেছে, থাইল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সাদিয়া মুনা তাসনিম চলতি সপ্তাহে দেশটির শ্রমমন্ত্রী সুরাসাক কারজানারাতের (Surasak Karnjanarat) সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন। ওই সময়ে বাংলাদেশের রাষ্ট্রদূত জেলে ও নির্মাণ শ্রমিক নেওয়ার বিষয়ে থাইল্যান্ডের শ্রমমন্ত্রীকে জানান।
থাইল্যান্ডের শ্রমমন্ত্রী সুরাসাক কারজানারাত বাংলাদেশের রাষ্ট্রদূতকে জানান, বাংলাদেশের জেলে ও নির্মাণ শ্রমিকরা খুবই দক্ষ। থাইল্যান্ড বিষয়টি ওয়াকিবহাল। খুব দ্রুত এই বিষয়ে বাংলাদেশের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে।
শ্রমমন্ত্রী আরও জানান, সমঝোতা স্মারক স্বাক্ষরের আগে প্রয়োজনীয় কাজ (সাচিবিক) সেরে নিচ্ছে থাইল্যান্ডের প্রশাসন। এই কাজ শেষ হলেই দুই দেশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে।
প্রসঙ্গত, মিয়ানমার, কম্বোডিয়া, লাওস-ডিপিআরসহ আসিয়ানভুক্ত দেশগুলো থেকে দেড় মিলিয়নেরও বেশী কর্মী থাইল্যান্ডে অবৈধভাবে কাজ করছে। তাই দেশটির সঙ্গে বৈধ উপায়ে কর্মী নিয়োগের চুক্তি হলে বাংলাদেশের শ্রমবাজার বিশ্বে আরও সম্প্রসারিত হবে এবং দেশে বৈদেশিক মুদ্রা আয়ের পরিমাণ বাড়বে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন।
ফেব্রুয়ারি ১২, ২০১৫)