করোনাভাইরাস প্রতিরোধে দেশব্যাপী চলমান টিকাদান কর্মসূচির অংশ হিসেবে একদিনে আরও ১ লাখ ৩১ হাজার ৬৫১ জন টিকাগ্রহণ করেছেন। তাদের মধ্যে পুরুষ ৮২ হাজার ২৯২ জন এবং নারী ৪৯ হাজার ৩৫৯ জন। তারা সবাই টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন।
সোমবার (২৬ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (এমআইএস) অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মোট টিকাগ্রহীতার মধ্যে এদিন ঢাকা বিভাগে দ্বিতীয় ডোজের টিকা নেন ৪৫ হাজার ৪১৯ জন। তাদের মধ্যে পুরুষ ২৯ হাজার ১২৭ জন ও নারী ১৬ হাজার ২৯ ২জন। ময়মনসিংহ বিভাগে টিকা নেন ৪ হাজার ১ জন, চট্টগ্রাম বিভাগে ২৬ হাজার ৮৮৪ জন, রাজশাহী বিভাগে ১৪ হাজার ২১০ জন, রংপুর বিভাগে ১১ হাজার ৫৭ জন টিকা নেন।