পাকিস্তানের তিনটি বিমানে পৌঁছালো করোনা ভ্যাকসিন

চীনের তৈরি করোনা ভ্যাকসিনের আরও ১০ লাখ পেয়েছে পাকিস্তান।
রোববার চীন থেকে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের (পিআইএ) তিনটি বিমান এই ভ্যাকসিনগুলো নিয়ে পাকিস্তানের পৌঁছেছে।

চীনের পিআইএ’র কান্ট্রি ম্যানেজার কাদির বক্স সাঙ্গি জানিয়েছেন, আগামী ২৯ এপ্রিল করোনা ভ্যাকসিনের অতিরিক্ত আরও ২০ লাখ ডোজ চীন থেকে পাকিস্তানে স্থানান্তরিত করবে দেশটির জাতীয় বিমান পরিবহণ সংস্থাটি।
তিনি বলেন, দুটি বিশেষ প্লেন এবং পিআইএ’র একটি নিয়মিত বিমান চীন থেকে করোনভাইরাস ভ্যাকসিন ডোজ পরিবহনের জন্য ব্যবহৃত হয়েছিল।

এর আগে, চীন থেকে করোনা ভ্যাকসিনের মোট ২৫ লাখ ডোজ পেয়েছে পাকিস্তান।
এছাড়াও সিনোফার্ম ভ্যাকসিনের ১৫ লাখ ডোজ পাকিস্তানকে অনুদান হিসাবে দিয়েছে চীন।
দেশটিতে গত ২১ এপ্রিল থেকে ৫০ থেকে ৫৯ বছর বয়সী মানুষের টিকাকরণ শুরু হয়েছে।
জাতীয় কমান্ড অ্যান্ড অপারেশন সেন্টার (এনসিওসি) ৩০ মার্চ থেকে করোনার টিকা দেয়ার জন্য ৫০ বছরের বেশি বয়সের নাগরিকদের নিবন্ধকরণ শুরু করেছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.