করোনাভাইরাসে আক্রান্ত ১৪ কোটি ৮৪ লাখ ছাড়াল

বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনার ভয়াবহতা ক্রমশ বেড়েই চলেছে।
এখন পর্যন্ত সারা বিশ্বে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১৪ কোটি ৮৪ লাখেরও বেশি মানুষ।
মারা গেছেন ৩১ লাখ ৩৩ হাজারের বেশি।

মঙ্গলবার সকাল ৮টায় আন্তর্জাতিক পরিসংখ্যান ভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা যায়।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে মোট ১৪ কোটি ৮৪ লাখ ৭২ হাজার ৮৮৪ জনের শরীরে।
এর মধ্যে মারা গেছেন ৩১ লাখ ৩৩ হাজার ৫০৪ জন। আর এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন মোট ১২ কোটি ৬০ লাখ ৯৩ হাজার ৪৪৭ জন।

বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সবার ওপরে রয়েছে যুক্তরাষ্ট্র।
সে দেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩ কোটি ২৮ লাখ ৭৫ হাজার ৪৫ জন। মৃত্যু হয়েছে ৫ লাখ ৮৬ হাজার ৬১১ জনের।

এরপরই রয়েছে ভারত। গত কয়েকদিন ধরে দেশটিতে দৈনিক সংক্রমণের সংখ্যা বিশ্বে সর্বোচ্চ।
দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে ১ কোটি ৭৬ লাখ ২৫ হাজার ৭৩৫ জনের শরীরে। মৃত্যু হয়েছে ১ লাখ ৯৭ হাজার ৮৮০ জনের।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.