ভারতের অন্যান্য রাজ্যের মত পশ্চিমবঙ্গেও করোনাভাইরাস ভয়াবহ রূপ নিয়েছে।
এই রাজ্যে প্রতি তিনজনের করোনা পরীক্ষায় একজন আক্রান্ত ধরা পড়ছে।
সেই সঙ্গে নতুন করে পশ্চিমবঙ্গে আক্রান্তের সংখ্যা ফের ১৬ হাজারের কাছাকাছি পৌঁছেছে।
রাজ্যটিতে করোনায় মৃত্যুর সংখ্যা মোট ১১ হাজার ৯ জন হয়েছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে ৬৮ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে।
দৈনিক সংক্রমণের হার বেড়ে হয়েছে ৩২ দশমিক ৯৩ শতাংশ।
স্বাস্থ্য দফতর জানিয়েছে, রাজ্যে নতুন করে আক্রান্ত হয়েছে ১৫ হাজার ৯৯২ জন। সব মিলিয়ে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৭ লাখ ৫৯ হাজার ৯৪২ জন হয়েছে।
করোনাভাইরাস সংক্রমণ রুখতে পশ্চিমবঙ্গেও টিকাদান কর্মসূচি চলছে।
তবে গত ২৪ ঘণ্টায় তা অনেকটাই কমেছে।
এই সময়ের মধ্যে মাত্র ৩০ হাজার ৫৪১ জনকে টিকা দেয়া হয়েছে।