করোনার ‘ছোবলে’ এবার মিঠুন চক্রবর্তী

করোনাভাইরাসে ভারতে একের পর এক তারকা মুখ আক্রান্ত হচ্ছেন। এবার সেই তালিকায় যোগ হলো জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তীর নাম।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মিঠুন চক্রবর্তী এই মুহূর্তে হোম কোয়ারেন্টিনে রয়েছেন। বাসাতেই তার শুরু হয়েছে চিকিৎসা।

গত মাস থেকেই পশ্চিমবঙ্গের বিধাসভা নির্বাচনের প্রচারে বিজেপির হয়ে প্রচার শুরু করেন মিঠুন। তাকে ঘিরে ভক্তদের উছ্বাস,সেলফি তোলার আবদার কোনোকিছু থেকেই দূরে সরে যাননি সত্তর বছর বয়সী এই অভিনেতা।

রাজনীতি মহলের একাংশের ধারণা, সম্ভবত তারই পরিণতির ফলে আজ করোনা আক্রান্ত তিনি।

সম্প্রতি মিঠুনের বিরুদ্ধে করোনা সতর্কবিধি লঙ্ঘন করার অভিযোগ উঠেছিল। মিঠুনের নামে মালদহের তৃণমূলের যুব কংগ্রেসের সভাপতি প্রসেনজিৎ দাস নির্বাচন কমিশনের কাছে অভিযোগও করেছিলেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.