ভারতের পাশে দাঁড়াতে চাওয়া পাকিস্তানেই এবার সংকট

করোনাভাইরাস মহামারি শুরুর পর থেকে সবচেয়ে প্রাণঘাতী দিন পার করল পাকিস্তান।
গত মঙ্গলবার দেশটিতে প্রথমবারের মতো দুই শতাধিক মানুষ ভাইরাসজনিত কারণে মারা গেছেন।
সংক্রমণের এমন ঊর্ধ্বগতির মুখে আবারও কঠোর লকডাউনের চিন্তা করছে ইমরান খানের সরকার।

পাকিস্তানের ন্যাশনাল কমান্ড অপারেশন সেন্টারের তথ্যমতে, মঙ্গলবার দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে অন্তত ২০১ জন প্রাণ হারিয়েছেন।
এ নিয়ে সেখানে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১৭ হাজার ৫৩০ জন।

এর আগে পাকিস্তানে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড ছিল ১৫৭ জন। সেটিও দেখা গিয়েছিল চলতি সপ্তাহেই।

দেশটিতে মঙ্গলবার নতুন করে ৫ হাজার ২৯২ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। এ নিয়ে সেখানে মোট ৮ লাখ ১০ হাজার ২৩১ জন আক্রান্ত হলেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.