আওয়ামী লীগের নেতাকর্মীদের যেকোনো কঠিন পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত থাকতে বলেছেন ওবায়দুল কাদের।
তিনি বলেন, আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতাকর্মীকে জাতীয় দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোর জন্য বঙ্গবন্ধুকন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নির্দেশ রয়েছে।
এই রাষ্ট্র সকল দুর্যোগ এখনও সফলভাবে মোকাবিলা করছে, কারণ জননেত্রী শেখ হাসিনা তার সকল মেধা, সততা, সাহস, পারদর্শিতা ও কঠোর পরিশ্রম দিয়ে জাতির পাশে অতন্ত্রপ্রহরীর মতো দাঁড়িয়ে আছেন।
ওবায়দুল কাদের বলেন, বর্তমানে আমাদের সামনে দুটি চ্যালেঞ্জ।
এক, করোনা মহামারির দ্বিতীয় তরঙ্গ কার্যকরভাবে মোকাবিলা করা।
দুই, সাম্প্রদায়িক ও ধর্মান্ধ গোষ্ঠীসহ রাষ্ট্রবিরোধী সকল গোষ্ঠীর ষড়যন্ত্র ও তথ্য সন্ত্রাস মোকাবিলা করা।
এ লক্ষ্যে তিনি নেতাকর্মীদের প্রস্তুত থাকার নির্দেশ প্রদান করে বলেন, এর জন্য দরকার কর্মদক্ষতা, কমিটমেন্ট আর কঠোর পরিশ্রম।
রাষ্ট্র, সরকার ও আওয়ামী লীগের বিরুদ্ধে যে তথ্যসন্ত্রাস চলসে, সেটি তিনি সর্বতভাবে মোকাবিলার আহ্বান জানান তথ্য ও গবেষণা উপকমিটির সদস্যদের।