ঢাকা ট্রাভেল মার্টে বিমান টিকেটে ডিসকাউন্ট

Cheap-Plane-Ticket-Discountএভিয়েশন নিউজ: আগামী ১৭-১৯ এপ্রিল, ২০১৪ হোটেল সোনারগাঁও-এ অনুষ্ঠেয় ‘ঢাকা ট্রাভেল মার্ট-২০১৪’ উপলক্ষে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা থেকে কোলকাতা, ব্যাংকক, সিংগাপুর, কুয়ালালামপুর রুটে ২৫ শতাংশ, দিল্লী ও হংকং রুটে ৩০ শতাংশ এবং ফ্রাংকফার্ট ও ইয়াংগন রুটে ৫০ শতাংশ হ্রাসকৃত মূল্যে টিকেট বিক্রি করবে। এ টিকিট ক্রয়ের তারিখ থেকে ৯০ দিন এবং/অথবা প্রথম ব্যবহারের তারিখ থেকে ৯০ দিনের জন্য বৈধ থাকবে।

প্রসংগত, ১৭-১৯ এপ্রিল ২০১৪ পর্যন্ত অনুষ্ঠেয় এই মেলায় বিমান ষ্টল থেকে আন্তর্জাতিক রুটের টিকিট-ও ৭ শতাংশ ছাড়ে প্রযোজ্য বাজার মূল্যে ক্রয় করা যাবে। বিমান ষ্টল থেকে ভিসা কার্ড, মাষ্টার কার্ড এবং ডিবিবিএল (ডেবিট ও ক্রেডিট) কার্ডসহ নগদ মূল্যে টিকিট ক্রয় করা যাবে।

দর্শনার্থীদের জন্য এন্ট্রি টিকিটে র‌্যাফেল ড্র-এর মাধ্যমে বিজয়ীদের প্রথম দিন ঢাকা-হংকং-ঢাকা, দ্বিতীয় দিন ঢাকা-ইয়াংগন-ঢাকা এবং তৃতীয় ও শেষ দিন ঢাকা-দিল্লী-ঢাকা রুটে ২টি সৌজন্য টিকিটের ব্যবস্থা থাকবে। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.