ভারত ফেরত যাত্রীদের কোয়ারেন্টাইনে না যাওয়ার আকুতি

বাংলাদেশ সরকার ভারতে করোনাভাইরাসের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় দেশটির সঙ্গে বাংলাদেশের সব সীমান্ত বন্ধ করে দিয়েছে। তবে বিশেষ ব্যবস্থাপনায় ভারতে আটকে পড়া বাংলাদেশি যাত্রীরা দেশে ফিরছেন।

বুধবার কলকাতার বাংলাদেশি দূতাবাস থেকে ছাড়পত্র নিয়ে দেশে ফিরেছেন ৪৪৮ জন বাংলাদেশি। আর ভারতে গেছেন ৫০ ভারতীয় নাগরিক। বৃহস্পতিবার দুপুর ১টা পর্যন্ত ১০৫ জনসহ সর্বমোট ৫৬০ জন ভারত থেকে বাংলাদেশে এসেছেন।

তবে আগত যাত্রীদের অধিকাংশ রোগী। চিকিৎসার জন্য তারা চেন্নাই, ব্যাঙ্গালুরু, কলকাতা ও হায়দরাবাদসহ ভারতের বিভিন্ন প্রদেশে অবস্থান করছিলেন।

দেশে ফেরা অসুস্থ যাত্রীরা বেনাপোলে নিজ খরচে কোয়ারেন্টাইনে থাকতে চায় না। কারণ হিসেবে তাদের শারীরিক অসুস্থতা, দেখভাল করার জন্য লোকের অভাব, অর্থনৈতিক সমস্যা ছাড়াও পারিবারিক এবং ব্যবসায়িক সমস্যার কথা জানাচ্ছেন। কেউ কেউ নিজেদের বাসা বাড়িতে অথবা সংশ্লিষ্ট এলাকার হোটেলগুলোতে স্থানীয় থানার তদারকিতে থাকার কথাও বলেন।

ঢাকার বনশ্রী এলাকার ভারত ফেরত ষাটোর্ধ্ব সোলায়মান হোসেন বলেন, চিকিৎসার জন্য ৭ দিন আগে ভারত গিয়েছিলাম। বাড়িতে ছোট ছোট সন্তানদের রেখে এসেছি। আমার স্ত্রী নেই। ঈদের আগে আমার বাসা ছাড়তে হবে। আমি বাড়ি না ফিরলে বাচ্চারা কান্নাকাটি করবে। বাসা বদল করতে না পারলে আমার অনেক ক্ষতি হয়ে যাবে।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.