ইরান থেকে আরো ২২৪ জন পাকিস্তানিকে গত রোববার বের করে দেওয়া হয়েছে।
সরকারি কর্মকর্তারা বলছেন, ভ্রমণের বৈধ কাগজপত্র না থাকায় ইরানের বিভিন্ন অঞ্চল থেকে তাদের আটক করা হয়েছিল।
ছাগায় জেলার তাফতান সীমান্তের রাহদারি গেটে তাদের হস্তান্তর করা হয় পাকিস্তানের লেভিস ফোর্সের কাছে।
তাদের জিজ্ঞাসাবাদের জন্য জিম্মায় নেয় পাকিস্তানের ফেডারেল গোয়েন্দা সংস্থা (এফআইএ)।
ডন নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভালো চাকরির আশায় ইউরোপের দেশগুলোতে যাওয়ার পরিকল্পনা ছিল তাদের।
তাদের মধ্যে ১৯৪ জন পাঞ্জাবের, ১৫ জন খায়বার পাখতুনখাওয়ার, আটজন আজাদ জম্মু-কাশ্মীরের, পাঁচজন বেলোচিস্তানের এবং দুজন সিন্ধু প্রদেশের।