খালেদার সবশেষ শারীরিক অবস্থা জানালেন চিকিৎসক

করোনাভাইরাসে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক আল মামুন। বৃহস্পতিবার তার বেশ কয়েকটি পরীক্ষা করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

বিকেলে হাসপাতালে খালেদা জিয়ার সঙ্গে দেখা করে সময় সংবাদকে ফোনে এ তথ্য জানান ডা. আল মামুন।

তিনি জানান, সব পরীক্ষা শেষ করে বেগম জিয়ার হাসপাতাল ছাড়তে সময় লাগবে আরও দুই থেকে তিনদিন।
আগামী সপ্তাহে তৃতীয়বারের মতো তার কোভিড পরীক্ষা করানো হবে বলেও জানান তিনি।

এর আগে বুধবার খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকরা জানান, বেগম খালেদা জিয়াকে কতদিন হাসপাতালে থাকতে হবে, তা নিশ্চিত নয়। আরও কিছু পরীক্ষা ও পর্যবেক্ষণের পর তিনি (খালেদা জিয়া) কবে নাগাদ বাসায় ফিরবেন, সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.