করোনাভাইরাস চিকিৎসা সরঞ্জাম পাঠানোয় বাংলাদেশকে ধন্যবাদ জানালো ভারত

প্রাণঘাতী করোনা মহামারি নিয়ন্ত্রণে চিকিৎসা সরঞ্জাম দিয়ে সহযোগিতা করায় বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছে ভারত।
এছাড়াও বাংলাদেশ-ভারত একসঙ্গে এই মহামারি জয় করবে বলেও আশাবাদ ব্যক্ত করেছে দেশটি।
গতকাল বৃহস্পতিবার বাংলাদেশে ভারতীয় হাই কমিশন এক টুইটে এই ধন্যবাদ জানায়।
এতে আশাবাদ জানিয়ে বলা হয়, ভারতীয় হাই কমিশন আত্মবিশ্বাসী যে ভারত ও বাংলাদেশ একসঙ্গে কোভিড-১৯ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারবে।

এর আগে বাংলাদেশ ভারতের বর্তমান সংকটে জরুরি ওষুধ ও মেডিক্যাল সরঞ্জাম পাঠায়।
ভারতীয় জনগণ যে দুঃসময় পার করছে, বন্ধুরাষ্ট্র হিসেবে সেসময় পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ।
এর অংশ হিসেবে প্রায় ১০ হাজার এন্টি-ভাইরাল, ওরাল এন্টি-ভাইরাল, ৩০ হাজার পিপিই কিটস এবং কয়েক হাজার জিংক, ক্যালসিয়াম, ভিটামিন সি এবং অন্যান্য প্রয়োজনীয় ট্যাবলেট পাঠানো হয় ভারতে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সরকার করোনা মহামারিতে ভারতে প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে। বাংলাদেশ এই সংকটময় মুহূর্তে ঘনিষ্ঠ প্রতিবেশী ভারতের সঙ্গে সংহতি জানাচ্ছে এবং প্রাণ বাঁচাতে প্রতিটি সম্ভাব্য উপায়ে সহায়তা সরবরাহ করতে প্রস্তুত রয়েছে।

এতে আরও বলা হয়, দুর্দশা নিরসনের জন্য বাংলাদেশের মানুষের প্রার্থনা ভারতের জনগণের সঙ্গে রয়েছে। প্রয়োজনে ভারতকে আরও সহায়তা দিতে আগ্রহী বাংলাদেশ।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.