ব্রাজিলে করোনাভাইরাসে মৃত্যু চার লাখ ছাড়াল

করোনায় বিপর্যস্ত গোটা বিশ্ব। কোনো কোনো দেশে করোনার দ্বিতীয় ও তৃতীয় ঢেউ লেগেছে।
ব্রাজিলে ইতিমধ্যে করোনায় মৃত্যু চার লাখের মাইলফলক ছাড়িয়ে গেছে।
যা কিনা মৃত্যুর দিক দিয়ে বিশ্বে দ্বিতীয়।

ব্রাজিলে এখন পর্যন্ত চার লাখ এক হাজার ৪১৭ জনের মৃত্যু হয়েছে।
মোট আক্রান্তের সংখ্যা এক কোটি ৪৫ লাখ ৯২ হাজার ৮৮৬ জন।
এরই মধ্যে সুস্থ হয়েছেন এক কোটি ৩০ লাখ ৯১ হাজার ৭১৪ জন।

গেলো ২৪ ঘণ্টায় দেশটিতে তিন হাজার একজনের মৃত্যু হয়েছে।
এপ্রিলের শুরুতে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ চার হাজার জনের মৃত্যুর পর এটিই দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু।
গেলো ১৪ দিনে গড়ে সর্বোচ্চ মৃত্যৃ ও শনাক্ত দেখা দিয়েছে।

জানা যায়, করোনার নাজুক পরিস্থিতির মধ্যে টিকা কর্মসূচি দুর্বল হয়ে পড়েছে। এ অবস্থায় সরকারের করোনা মোকাবিলার তদন্ত শুরু করেছে কংগ্রেস। সূত্র: বিবিসি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.